পটিয়ায় ৯ হাজার পিস ইয়াবা নিয়ে কারবারি ধরা

0

চট্টগ্রামের পটিয়ায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কচুয়াই ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মো: সমির উদ্দীন কক্সবাজারের চকরিয়া থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল ওয়াহেদের সন্তান।

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM