সুস্মিতার গানের মিউজিক ভিডিওতে মডেল মিম

0

দীর্ঘদিন পর কোনো শিল্পীর গানের মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার সুস্মিতার একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে শূটিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত আজোয়া প্রেজেন্টস ‘গল্পওয়ালা সম্মাননা ও ফ্যাশন শো ২০২৩’ এ শো স্টপার হিসেবে হেঁটেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ শোয়ের মাধ্যমে দীর্ঘদিন পর র‌্যাম্পে হাঁটলেন মিম।

হল ভর্তি দর্শক একজন শো স্টপার হিসেবে মিমকে দেখে মুগ্ধ হয়। একই অনুষ্ঠানে ‘পরাণ’ সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননাও পেয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধামন্ত্রী আ খ ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজোয়ার কর্ণধার নূসরাত শারমিন-ডিএম রনি।

এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘শো-স্টপার হিসাবে কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত থাকি তখন নিঃসন্দেহে বিষয়টা অনেক ভালোলাগার হয়ে ওঠে।

আবার একই অনুষ্ঠানে যখন পরানের জন্যও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পাই তখন বিষয়টি যেন আরও ভালোলাগার হয়ে ওঠে। আগামীতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি।

এরই মধ্যে তিনি শেষ করেছেন সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন জিৎ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM