জেল হত্যা দিবসে চট্টগ্রাম আইন কলেজে আলোচনা সভা

চট্টগ্রাম আইন কলেজে জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতাকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ নভেম্বর) দুপুরে কলেজ ছাত্র-সংসদের কার্যালয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

কলেজ ছাত্র-সংসদের ভিপি মোজাম্মেল হোসেন চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জি.এস মো. জাফর আলম রবিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্র-সংসদের সাবেক জি এস জসিম উদ্দিন মিঠুন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া দিগু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক ভিপি রায়হানুল হক চৌধুরী, সাবেক জিএস শাহাদাত হোসেন।

- Advertisement -google news follower

আলোচনা সভায় বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা জেলে ঢুকে নির্মমভাবে জাতীয় চার নেতাকে গুলি করে হত্যার পর নিতরদেহে বেয়েনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উল্লাস করে। জাতিকে নেতৃত্বশূন্য করতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইব্রাহিম, মো. জুয়েল, ইসমাইল হোসেন শিমুল, মাহফুজুর রহমান, সাদ্দাম হোসেন, নাছির উদ্দিন, মো. শেখ সাদী, মো. হালিম রক্সি, তছলিম, সানাউল, সাইফুদ্দিন, পারভেজ খান, আরমান প্রমুখ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM