বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচন প্রতীক পেলেন তিন প্রার্থী

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

- Advertisement -

মঙ্গলবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন। উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান আনারস ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

- Advertisement -google news follower

এর আগের দিন সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM