বাংলাদেশের ফুটবলারদের সুখবর দিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণ দেবে আর্জেন্টিনা। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

- Advertisement -

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চুক্তিতে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ পাবেন।

- Advertisement -google news follower

এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন আর্জেন্টিনা। কূটনৈতিক প্রশিক্ষণেও দুদেশ একে অপরকে সহযোগিতা করবে।

দুপুরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

- Advertisement -islamibank

এর আগে দুদিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM