চট্টগ্রামে ৪ দিনের যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু কাল

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে সপ্তমবারের মতো আয়োজন হচ্ছে বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে এক হাজার ৪৫০ জন যুব সদস্যের অংশগ্রহণে চারদিনব্যাপী এ ক্যাম্প শুরু হবে।

- Advertisement -

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

- Advertisement -google news follower

‘যুব নেতৃত্বের প্রসার, সবুজ বিশ্বের অঙ্গীকার’- এই প্রতিপাদ্য নিয়ে সপ্তম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।’

ক্যাম্পের প্রশিক্ষণ প্রসঙ্গে পেয়ারুল ইসলাম বলেন, চারদিনব্যাপী এ ক্যাম্পে নেতৃত্বে গঠন, ডিজিটালাইজেশন, জনসংযোগ, অগ্নিনির্বাপণ, দুর্যোগ ব্যবস্থাপনা, মনোবিদ্যা, বিশ্বায়ন, প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

- Advertisement -islamibank

এবারের ক্যাম্পে ডিজিটালাইজেশন নিয়ে যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনীর হাসান, মনোবিদ্যা নিয়ে ডা. পঞ্চানন আচার্য্য, সংগঠন নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম ও শিখোর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার (সিওও) জিসান জাকারিয়া, রেড ক্রিসেন্ট মৌলিক ও মূলনীতি নিয়ে মুহিত দেবনাথ, নেতৃত্ব নিয়ে এইচ এম সালাউদ্দিন এবং বিশ্বায়ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন আনন্দ।

এতে যুব প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে মোটিভেশনাল স্পিকার হিসেবে প্রথম নারী বাংলাদেশি এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, ১৬০ টি দেশে লাল-সবুজের পতাকা বহনকারী নাজমুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, কার্টুনিস্ট মোর্শেদ মিশু অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক মো. আসলাম খান, কোষাধ্যক্ষ এম এ সালাম, সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো.আলমগীর পারভেজ, সাধারণ সম্পাদক আবদুল জব্বার ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM