পল্লি চিকিৎসক হয়েও পরিচয় দেন ম্যাজিস্ট্রেট,ধরল পুলিশ

0

বগুড়ার দুপচাঁচিয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। আটক যুবক সঞ্জয় কুমার গাইবান্ধা জেলার সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয় পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন।

এ সময় সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করে, এ সময় থানা পুলিশ তাকে আটক করে।

দুপচাঁচিয়া থানার এস আই শাজাহান জানান, রাত আটটার দিকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ যুবক পেশায় একজন পল্লি চিকিৎসক।

প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM