বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করলেন জাহাঙ্গীর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

- Advertisement -

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি সোমবার ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

- Advertisement -google news follower

এ উপনির্বাচনে অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা। ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM