বাসের ৪০ যাত্রীর নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দিল একটি গাছ

0

খাগড়াছড়ির আলুটিলা পাহাড় থেকে নামার সময় পাথর বোঝাই একটি ট্রাকের সাথে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস চালকসহ অন্তত ৭ জন আহত হলেও সড়কের পাশের একটি গাছের সঙ্গে আটকে যাওয়ায় ৪০ বাসযাত্রী প্রাণে রক্ষা পায়।

একটি গাছ আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে বলে মত প্রকাশ করেছেন কামাল উদ্দিন নামের এক বাসযাত্রী।

তবে ট্রাকটি পাহাড়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।

রবিবার (২৬ ফেরুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মাটরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি গাছের সাথে আটকে গিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM