চকরিয়ায় আগুনে পুড়ে ব্যবসায়ীর মৃত্যু

0

চকরিয়ায় আগুনে পুড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুড়েছে দুইটি মুদির দোকান।

রোববার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২.৩০টার দিকে কাকারা ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বেচা-বিক্রি শেষ করে দোকান বন্ধ করে ঘুমাচ্ছিলেন ব্যবসায়ী শহিদুল ইসলাম রায়হান। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হলেও রায়হানকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর রায়হানের লাশ উদ্ধার করে দমকল বাহিনী। লাশ চকরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়হান কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরপাড়ার মাওলানা ইউনুছ আহমদের পুত্র।

জয়নিউজ/মাহমুদ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM