দীপিকার মঙ্গলসূত্র

0

বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন দীপিকা পাড়–কোন। শুরু হয়েছে বিয়ের কেনাকাটা।

জানা গেছে, ইতোমধ্যে মঙ্গলসূত্র কিনেছেন হবু কনে। এজন্য আন্ধেরির একটি অলঙ্কারের দোকানে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই নিজের বিয়ের বেশিরভাগ গহনা কেনেন।

বিয়ে উপলক্ষে দীপিকা অসংখ্য গহনা কিনেছেন। তার মধ্যে রয়েছে রণবীরের জন্য একটি সোনার চেনও। শোনা যাচ্ছে, দীপিকা একটি মঙ্গলসূত্রই কিনেছেন ২০ লাখ রুপি দিয়ে। সব মিলিয়ে তাকে গুনতে হয়েছে ১ কোটি রুপি।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর সিন্ধি ও দক্ষিণ ভারতীয় রীতিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর ১ ডিসেম্বর মুম্বাইয়ে থাকছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

ছয় বছর প্রেমের পর ছাদনাতলায় যাচ্ছেন দু’জন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM