বিডিআর বিদ্রোহ মামলার আসামি বাতেনের মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল বাতেন (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

- Advertisement -google news follower

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

- Advertisement -islamibank

তিনি বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী। তবে তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM