জুয়ার প্রচারণা: ইউটিউবার প্রত্যয় হিরণসহ গ্রেপ্তার ৩

ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

- Advertisement -

তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। এমনকি, এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতো তারা।

- Advertisement -google news follower

রমনা থানায় এ নিয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি এক লাখ দশ হাজার টাকা করে নিতো প্রত্যয় হিরণরা।

- Advertisement -islamibank

ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করতো আব্দুল হামিদ নামের একজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটেরসঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM