চান্দগাঁওয়ে জালালের রাহুগ্রাস থেকে সরকারি জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ৬ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। এই জমির দাম প্রায় ২ কোটি টাকা।

- Advertisement -

সরকারি এ জমি জালাল কন্টার্কটর নামে এক ব্যক্তি দখল করে রেখেছিল। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় ৬ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। জমিগুলো জালাল নামে এক ব্যক্তি দীঘূদিন ধরে দখল করে রেখেছিল। সেখানে টিন শেডের ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন।

তিনি বলেন, উদ্ধার করা জমির মূল্য প্রায় ২ কোটি টাকা। এই জমি সরকারি সম্পদ। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

- Advertisement -islamibank

অভিযানের সময় পুলিশ ও জেলা প্রশাসনের স্টাফরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM