প্রায় ৩ ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক ‘স্বাভাবিক’

বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার বলেন, ‘দুপুর ১টা ৫০ মিনিটে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।’

- Advertisement -google news follower

তিনি বলেন, ‘গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খননকাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কাটা যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যা সমাধান করা হয়েছে।’

নেটওয়ার্ক বিপর্যয়ের কারণ জানতে চেয়ে ইতোমধ্যে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

- Advertisement -islamibank

এর আগে আজ সকাল ১১টার পর এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM