বোয়ালখালীতে তিনতলা ভবনের বাসায় গন্ধগোকুল

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের এক ভবনের তিনতলায় খাবারের খোঁজে এসে আটকে পড়েছে বিপন্ন প্রাণী গন্ধগোকুল

- Advertisement -

শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৌর সদরের মীর পাড়ার নিগার সীমা তুলির বাসায় এসে আটকে পড়ে গন্ধ গোকুলটি।

- Advertisement -google news follower

সীমা বলেন, ‘প্রাণীটি গত এক সপ্তাহ ধরে ভবনের কার্নিশ বেয়ে বাসায় ঢুকে খাবার চুরি করতো। চুরি বিষয়টি টের পেলেও তাকে খাবার দিতাম। খাবার বলতে বিস্কিট, মুরগীর মাংস এইসব। তবে আজ শনিবার রাত ৯ টার দিকে বাসায় প্রবেশ করে সে আর বের হতে পারেনি। বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা এসে নিয়ে যাবেন বলেছে।’

তিনি আরো, প্রাণীটি থেকে এক ধরণের গন্ধ নিসরণ হচ্ছে। প্রাণীটির নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে আপাতত ছাড়ছি না। বন বিভাগের লোকের হাতেই তুলে দেবো।

- Advertisement -islamibank

জানা গেছে, লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় গন্ধ গোকুল। মূলত তখনি নজরে পড়ে মানুষের।

বন বিভাগের কর্মচারী আজম খান বলেন, শনিবার একটি বাসায় খাবারে সন্ধানে গন্ধগোকুলটি ঢুকে পড়েছে। তাকে উদ্ধার করে বনে উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণীটিকে উদ্ধার করেনি বন বিভাগ।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM