বোয়ালখালীতে টেম্পু উল্টে এক যাত্রী নিহত, আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে সিএনজি চালিত টেম্পু উল্টে মো.রিপন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন।

- Advertisement -

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ৪টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু উল্টে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

নিহত মোবারক মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের রক্তিকান্দি গ্রামের মোতাই মাতব্বরের ছেলে। সে নগরীর মুরাদপুর এলাকায় ভাড়াবাসায় থেকে সিলভারের জিনিসপত্র ফেরি করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সেতুর টোল বক্সের সামনে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। টেম্পুটিতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন।

- Advertisement -islamibank

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, টেম্পো যাত্রী নূর বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৭০) নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত রিপনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM