ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে ১৭ বছর বয়সী কিশোরী আলেয়েনা ওলমেজকে। আজ কাহরামানমারাসে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের তাকে জীবিত উদ্ধার করা হয়। তুর্কি গণমাধ্যম টিআরটি হাবের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

- Advertisement -

আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, আনতাকিয়া শহরে ২২৮ ঘণ্টা পর এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই নারীর নাম ইলা। তার দুই সন্তান মেসাম ও আলী।

- Advertisement -google news follower

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কে সবশেষ মৃতের সংখ্যা জানা গেলেও এই দুই দেশে ঠিক কী পরিমাণ মানুষ নিখোঁজ, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আরও ১ লাখ ৫ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ১৩ হাজার মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

জেএন/এমআর

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM