নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ সকালে এ খবর জানানো হয়েছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। দেশটির নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। ম্যাকঅ্যানাল্টি এ ঘূর্ণিঝড়কে ‘নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ’ বলে মন্তব্য করছেন।

- Advertisement -google news follower

এদিকে, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে আজ মঙ্গলবার পর্যন্ত নিউজিল্যান্ডের অন্তত ৩৮ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় অনেকেই বাড়ির ছাদে আটকা পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিম অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ার পর একজন উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন। অন্য একজনকে উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM