ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য এক পাকিস্তানিই দিলেন ৩১২ কোটি টাকা

0

ভয়াবহ ভূমিকম্পে সব হারানো তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের জন্য একাই ৩ কোটি ডলার বা ৩১২ কোটি টাকা দান করেছেন এক পাকিস্তানি নাগরিক। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই পাকিস্তানি নাগরিক দেশটিতে তুর্কি দূতাবাসে গিয়ে এই বিপুল টাকা দান করলেও নিজের নাম প্রকাশ করেননি।

গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।

শেহবাজ শরিফ টুইটারে বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।

গত বৃহস্পতিবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন শেহবাজ।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে দেশটি। শনিবার সারাদেশের এ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিযান শুরু করা হয়।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM