বৃদ্ধের লাশ পড়ে ছিলো সাঙ্গু নদীর পাড়ে, উদ্ধার করল পুলিশ

0

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদীর পাড়ে পড়েছিল ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ। এমন সংবাদ পেয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকাস্থ নদীর পাড়ে ছুটে যায় থানা পুলিশের টিম।

পরে স্থানীয়দের সহায়তা নিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়৷ পুলিশ জানায়, নিহতের পরিচয় মিলেছে। তিনি আনোয়ারা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে হরিপদ ঘোষ।

নিহতের পরিবারে খবর দিলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গত ৯ ফেব্রুয়ারি আনোয়ারাস্থ সাঙ্গু নদীতে হাত-পা ধুতে গিয়ে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

১০ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা আনোয়ারা থানায় নিখোঁজের ডায়েরি করেছেন। আজ লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা থানায় এসছেন। আইনী প্রক্রিয়া শেষ করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বললেন এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM