ইয়াবাসহ বালুখালী শরনার্থী ক্যাম্পের ২ রোহিঙ্গা আটক

0

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ৫শ পিস ইয়াবা নিয়ে আটক হয়েছেন কক্সবাজারের উখিয়া বালুখালী শরনার্থী ক্যাম্পের দুই রোহিঙ্গা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে কু মাদক‌ নিয়ন্ত্রক অ‌ধিদপ্তর। আটককৃতরা হলেন, ওই ক্যাম্পের নুরুল আলমের ছেলে মো. ইউনুস (২২) ও নুরুল হকের ছেলে ইসমাইল (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, দুই রোহিঙ্গা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কুমিল্লা আসছিলেন।

পথে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে তাদের আটক করা হয়। পরে উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, শ‌নিবার দুপুরের দিকে মামলা দায়ের ও আটকদের আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM