বোয়ালখালীতে অর্ধগলিত লাশ উদ্ধার

0

বোয়ালখালীতে খাল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব কালুরঘাট সুন্দরী খালের শেখ বাড়ি এলাকায় লাশটি পাওয়া যায়।
লাশ সনাক্তের চেষ্টা চলছে জানিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. আবু কাউছার বলেন, লাশটিতে পচন ধরে প্রায় বিকৃত হয়ে গেছে। তার পরনে কোনো কাপড় নেই। তবে লাশের কোমড়ে একটি কম্বল জড়ানো রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম জানান, লাশটি কোনো যুবকের হবে। বয়স আনুমানিক ৩৫ হতে পারে। তার নাভির সাথে একটি পাইপ লাগানো আছে। সম্ভবত ওই ব্যক্তি অসুস্থ ছিলেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

জয়নিউজ/মাসুদ/আরসি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×