৪ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ

0

চাতারার বোলিং তোপে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চাতারা-জারভিসের সাঁড়াশি বোলিং আক্রমণে ১৯ রানেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের শুরুতে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৮২ রানে অল আউট করে বাংলাদেশ।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। দলীয় ৮ রানে ব্যক্তিগত ৫ রানে তেন্দাই চাতারার বলে মাঠ ছাড়েন এই বাঁহাতি।

বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাশও। ব্যক্তিগত ৯ রানে তিনি ফেরেন কাইল জারভিসের বলে। নাজমুল হোসেন শান্তকে (৫)পরে দ্বিতীয় শিকার বানান চাতারা। একই ওভারে মাহমুদউল্লাহ রিয়াদকে (০) বোল্ড করেন চাতারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৫ এবং মুশফিক ১২ রানে ব্যাটিং করছেন।

জয়নিউজ/পার্থ/অরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM