তাইজুলের ৬ উইকেটে জিম্বাবুয়ে গুটালো ২৮২তে

0

সিলেট টেস্টের প্রথম দিন শেষে সমতায় ছিল দু’দল। তবে দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নিলেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে জিম্বাবুয়ের বড় সংগ্রহের আশায় গুড়েবালি। সফরকারী দলকে ২৮২ রানে অল আউট করে ব্যাটিং এ নেমেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্তও খেলতে পারল না জিম্বাবুয়ে। শুরুটা করেছিলেন তাইজুল। পরপর দুই উইকেট নিয়ে তিনিই গুটিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ইনিংস। আগের দিনের ২ উইকেটের সাথে সকালের চার। তার বোলিং ফিগার দাঁড়াল ৩৯.৪-১০৮-৬!

২০তম টেস্টে ৪র্থ বারের মত ৫ উইকেট পেলেন তাইজুল। সাকিবের আলোয় থাকা এই স্পিনার শেষ ৫ উইকেট পেয়েছিলেন সাড়ে তিন বছর আগে।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান পিটার মুর (৬৩*) এক প্রান্তে দাঁড়িয়ে দেখে গেলেন সতীর্থদের আসা-যাওয়া। জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান করেছেন শেন উইলিয়াম। অধিনায়ক মাসাকাদজা করেছেন ৫২ রান।

বাংলাদেশের হয়ে অপু ২, রাহি ১, মাহমুদউল্লাহ ১ উইকেট নিয়েছেন।

<h5/>জয়নিউজ/পার্থ/আরসি<h5/>

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM