পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ১৯৪টি দামি মোবাইল

সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুরে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -google news follower

উদ্ধার হওয়া চালানের মধ্যে রয়েছে ভারতীয় আইফোন, শাওমি, ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪টি মোবাইল ফোন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

শ্রীপুর বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৪টি ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM