প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুর এলাহি মিনা

0

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা নূর এলাহি মিনা। তাকে স্ববেতনে প্রেষণে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নূর এলাহি মিনাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।

নূর এলাহি মিনার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করে ১৫ দিন আগে দেশে ফিরেন।

পরে তিনি তার মূল কর্মস্থল বাংলাদেশ বেতারের উপপরিচালক পদে যোগ দেন। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হল।

নূর এলাহি মিনা ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাট্টাইধোবা গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM