ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আগুন

0

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সিজেএম আদালতের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিজেএম আদালত ভবনে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM