বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন।

- Advertisement -

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১২৪ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে।

এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের।

- Advertisement -islamibank

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৭৮ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন এবং মারা গেছেন ৪০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১২৫ জন এবং মারা গেছেন ৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৮২ জন।

একইসময়ে, ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন এবং মারা গেছেন ১২ জন।

থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন ১৭ জন। কানাডায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৩৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন।

ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৩০ জন এবং মারা গেছেন ১৪ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৪৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ১৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM