হাসপাতালের ৪র্থ তলায় কিডনি ইউনিটে আগুন

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় কিডনি ইউনিটে আগুন লেগেছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হাসপাতালের নতুন দশতলা ভবনের ৪র্থ তলায় কিডনি বিভাগের এসির লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষণিকভাবে কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি বললেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে অবস্থানরত অনেকে আতঙ্কে নিচে নেমে আসেন বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM