দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখনো দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৮ জনের।

- Advertisement -

তাছাড়া সারাদেশের বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত নতুন ৫ জন রোগী ভর্তি হওয়ার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় ভর্তি ৫ জনের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। বাকি ২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

- Advertisement -google news follower

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৩২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। বাকি ১৩ জন ঢাকার বাইরের।

- Advertisement -islamibank

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫৫৩ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৬১ হাজার ৭৬৩ জন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM