উখিয়ায় দুষ্কৃতিকারীদের গুলিতে রোহিঙ্গা নিহত

0

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুর বশর (৩৫)। সে কুতুপালং রোহিঙ্গা ক‍্যাম্পের বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি এনজি কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার রাতে এক্টেট নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন নুর বশর। পরদিন ভোরে কাজ শেষ করে ক্যাম্পে ফেরার সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM