পাহাড়তলী বাজারে আগুনে পুড়লো ৫০ দোকান

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কাঁচাবাজারে শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় আগুনে পুড়লো ৫০টিরও বেশি দোকান।

- Advertisement -

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

- Advertisement -google news follower

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, পাহাড়তলী কাঁচাবাজারে আমরা আগুন লাগার খবর পাই রাত ১২টা ১০ মিনিটে। এতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন বিভিন্ন প্রকৃতির ৫০টি দোকান পুড়ে গেছে।

- Advertisement -islamibank

এদিকে, পাহাড়তলী কাঁচা বাজার এলাকার আবু কাউসার নামে এক ব্যবসায়ী জানান, শনিবার মধ্যরাতে এ আগুন লাগে। মুহূর্তে ৫০টির বেশি দোকান-গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী আগুনে তাদের পুঁজিও হারিয়েছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM