নরসিংহ আখেড়ায় জগদ্ধাত্রী পূজা কমিটি গঠন

0

নগরের চকবাজারের শ্রীশ্রী পরমহংস মহাত্মা নরসিংহ আখেড়া মন্দিরে জগদ্ধাত্রী পূজা উদ্্যাপন উপলক্ষে এক সভা শুক্রবার (২ নভেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উজ্জ্বল ভট্টাচার্য্য। অয়ন ভট্টাচার্য্যরে পরিচালনায় বক্তব্য রাখেন আশীষ ভট্টাচার্য, রাজেন কুমার দত্ত, রতন কুমার দে, আশীষ দস্তিদার, রূপম ভট্টাচার্য্য, সুজিত দে, রুমন ভট্টাচার্য্য, দেবজ্যোতি চক্রবর্তী দেবু, সুশীল দাশ, ইসু সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজু সেন, দয়াল দেব, সুবীন দেব, শান্তু, দাশ, যীশু দাশ, মিশু চৌধুরী, আবীর সেন, ভ্রমর দে, রাতুল চক্রবর্তী, বনলতা দে ও রতন সাহা।

সভায় সর্বসম্মতিতে উজ্জ্বল ভট্টাচার্যকে সভাপতি, রুমন ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক, অয়ন ভট্টাচার্য্যকে অর্থ সম্পাদক, দেবজ্যোতি চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক ও ইসু সরকারকে প্রচার সম্পাদক ও বনলতা দে’কে মহিলা সম্পাদিকা করে ৯১ সদস্যের কমিটি গঠন করা হয়।

জয়নিউজ/কাউছার/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM