শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণ

0

চন্দনপুরায় নগর শিবির কার্যালয়ে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চকবাজার থানা পুলিশ অভিযানে গেলে এই বিস্ফোরণ ঘটানো হয়।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দীন বলেন, নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালানোর সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা ভবনটি ঘিরে ফেলি।

এব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জয়নিউজকে জানান, বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, শিবির কার্যালয়ে সংগঠনটির অনেক সক্রিয় সদস্য অবস্থান করার খবর পেয়ে পুলিশ ব্লক রেড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

<h5/>জয়নিউজ/কাউছার/জুলফিকার<h5/>

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM