ডিসি পার্কে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ১০ ফেব্রুয়ারি শুরু

0

চট্টগ্রামে ৮ দিনের চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট-২০২৩ শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক মেরিন ড্রাইভ সংলগ্ন ভূমিদস্যুদের কাছে অবৈধভাবে দখল থেকে উদ্ধার হওয়া ১৯৪ একর খাসজমিতে সদ্য স্থাপিত ডিসি পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে।

ব্যস্ততম নাগরিক জীবন থেকে একটুখানি প্রশান্তি পেতে চট্টগ্রামের নাগরিকদের জন্য এ আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আয়োজকরা জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট চলবে। শতাধিক বাহারি ফুল, বৃক্ষ,লতা-গুল্মের অপার সৌন্দর্যের ভিড়ে মূল আকর্ষণ থাকবে চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মত ফোটা টিউলিপ ফুল। এছাড়াও এখানে থাকবে কায়াকিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা এবং শিশুদের জন্য কিডস জোন।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM