ট্রেনে কাটা পড়ে চবির সাবেক শিক্ষকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশীদের (৬৯) মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকার উত্তরায় এ দুর্ঘটনায় মারা যান তিনি। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

- Advertisement -google news follower

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগ পাওয়া গেছে। সবজিসহ বিভিন্ন পণ্য ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে- তিনি রেলগেটের পাশে বাজার থেকে পণ্য কিনে বাসায় ফিরছিলেন। হয়তো রেললাইন পার হতে গিয়ে টঙ্গীগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

তিনি আরো জানান, আব্দুর রশীদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার স্ত্রী-সন্তানরা কানাডায় বসবাস করেন। এখানে তিনি একাই থাকতেন।

- Advertisement -islamibank

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM