বাসে তল্লাশীকালে যুবকের কাছে মিলল দশ হাজার ইয়াবা

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় যাত্রীবেশে সিটে বসে থাকা এক যুবকের কাছে পাওয়া গেছে দশ হাজার পিস ইয়াবা।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় কাইসার হামিদ (২২) নামে ওই যুবককে আটক করে পুলিশ।

আটক কাইসার হামিদ কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ইয়াবা বহনের দায়ে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM