ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন

মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার সময় এ আগুনের ঘটনাটি ঘটে।

- Advertisement -

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে সর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানান তিনি।

- Advertisement -google news follower

আজ বিকেল পাঁচটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি ব্যাগ নামে একটি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

- Advertisement -islamibank

আগুনের খবর পেয়ে দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকেরা বেরি‌য়ে আসেন। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কারখানার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই কারখানায় কতজন শ্রমিক ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM