চট্টগ্রামে ‘ইউকে ইউনিভার্সিটিজ মেগা এডুকেশন এক্সপো’ সম্পন্ন

চট্টগ্রাম নগরীর পেনিনসুলা হোটেলে শিক্ষামূলক ইভেন্ট ‘ইউকে ইউনিভার্সিটিজ মেগা এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০ জানুয়ারি) সকালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কাজ করা প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েটস এ ইভেন্টের আয়োজন করে।

- Advertisement -google news follower

এক্সপো উদ্বোধন করেন এএইচজেড এসোসিয়েটসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জহিরুল ইসলাম। অতিথি ছিলেন এএইচজেড এসোসিয়েটসের কান্ট্রি ম্যানেজার মোনায়েম হক চৌধুরী।

এক্সপোতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত হয়ে নানা সেবা নিয়েছেন। এক্সপোতে আইইএলটিএসে ভর্তিতে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক, ইউকের বিশ্ববিদ্যালয়গুলোত ভর্তিতে দশ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ, শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদনের ডকুমেন্টস যাচাই-বাচাই ও লটারি কুপনসহ নানা অফার ছিল। এক্সপোতে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের (ইউকে) শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি দেখার সুযোগ পায়। এ এক্সপোতে শিক্ষার্থীরা ফাউন্ডেশন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ যুক্তরাজ্যে অধ্যয়নের বিকল্পগুলো অন্বেষণ করার দুর্দান্ত সুযোগ পায়।

- Advertisement -islamibank

এএইচজেড এসোসিয়েটসের চট্টগ্রাম অফিসের ডেপুটি ম্যানেজার সমাপন দে জানান, এএইচজেড এসোসিয়েটস হচ্ছে ইউকের ১৩২টি বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্থ প্রতিনিধি। আমরা ইউকের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ব্যাপারে প্রমোট করি। যারা এক্সপোতে উপস্থিত হতে পারেন নি, তারা এক্সপোতে দেয়া অফারগুলোর জন্য ইস্ট নাসিরাবাদ সিডিএ এভিনিউর একে সেন্টারে এএইচজেড এসোসিয়েটসের চট্টগ্রাম অফসে যোগাযোগ করতে পারবেন।

এক্সপোতে ইউকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টল, নাভিতাস, ওআইইজি, ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, লন্ডন রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি, ক্রিয়েটিভ আর্টস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া, ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রাম এবং এইচএসবিসি ব্যাংকের প্রতিনিধিরাও এক্সপোতে উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM