নর্দমায় মিলেছে ২৫ ভরি স্বর্ণ,যুবক আটক

0

কাগজে মোড়ানো ২৫ ভরি ওজনের ৫টি স্বর্ণবার নর্দমায় ফেলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি হৃদয় হোসেন (১৯) নামের এক যুবক।

রবিবার (২৯ জানুয়ারি) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। হৃদয় দর্শনা থানার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ।

পুলিশ দেখে মোটরসাইকেলচালক পকেটে থাকা কাগজে মোড়ানো সোনার বারগুলো পাশের নর্দমায় ফেলে দেন। পরে তাকে আটক করে ওই নর্দমা থেকে কাগজে মোড়ানো প্যাকেটটি উদ্ধার করে ভেতর থেকে পাঁচটি সোনার টুকরো বের করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM