ঘরের মাঠে রংপুরের কাছে শোচনীয় পরাজয় সিলেটের

বল হাতে কাজটা সহজ করে দিয়েছিলেন রংপুর রাইডার্সের বোলাররা। উড়তে থাকা সিলেটকে ধসিয়ে দিয়েছিল মাত্র ৯২ রানে। ব্যাট হাতে বাকি সারলেন ব্যাটাররা। অল্প রানের বাধা কাটিয়ে গেলেন ১৬ ওভারেই। সহজ জয়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

- Advertisement -

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের দেওয়া মাত্র ৯৩ রানের টার্গেট ২৬ বল হাতে রেখেই নাগাল পেয়ে গেল রংপুর। টানা জয়ের ছন্দে উড়তে থাকা মাশরাফীরা দেখলেন টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় হারের মুখ।

- Advertisement -google news follower

রান তাড়ায় রংপুরের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। ২১ বলে ১৮ রান করেন আরেক ওপেনার নাঈম। সমান ১৮ রান আসে নেওয়াজের ব্যাট থেকে। ১৫.৪ ওভারে রংপুর করে ৯৩ রান।

চলমান বিপিএলে রীতিমতো উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আসরের শুরু থেকে ধরে রেখেছে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান। সেই সিলেটই এবার দেখল মুদ্রার উল্টো পিঠ। নিজের হোম ভেন্যুতে গিয়ে অবিশ্বাস্য ভাবে ধসে পড়ল স্বাগতিকরা। রংপুর রাইডার্সের সামনে মাত্র ৯২ রানেই থেমে গেল মাশরাফী বিন মোর্ত্তজার দল। তাই জয় পেতে খুব একটা অসুবিধা হলো না রংপুরের।

- Advertisement -islamibank

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্য এক সিলেটকে দেখল দর্শকরা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের ব্যাটিং ধসের শো দেখল গোটা স্টেডিয়াম। শুরুটা হয় ইনিংসের দ্বিতীয় ওভারে টম ম্যুরকে দিয়ে। আজমতউল্লাহর বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যুর। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২ রান।

এরপর সিলেটের দুঃস্বপ্ন দেখা গেল পুরো ইনিংসেই। পরের ওভারেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে নিজের শিকার বানান মাহেদি হাসান। আগের ম্যাচের জয়ের নায়ক করেন ৯ রান।

পরের তিনজন তো রানের খাতাই খুলতে পারেননি। শূন্যতে বিদায় নেন জাকির জাসান, তৌহিদ ও মুশফিকুর রহিম। তিনজনের উইকেটই নেন আজমতউল্লাহ ও মাহেদি মিলে। ছয়ে নামা ইমাদ ওয়াসিম ১১ বল টিকে থাকেন। তবে করেন মোটে ১ রান। তাঁকে মাঠ ছাড়া করেন হাসান মাহমুদ।

দলীয় ১২ রানে ৫ উইকেট নেই সিলেটের। ১৮ রানে নেই সাতজন। কঠিন বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিম হাসান সাকিব ও মাশরাফি। সাকিব ৩৬ বল মোকাবিলায় করেন ৪১ রান। মাশরাফী করেন ২১ বলে ২১ রানে। তাতে কোনো মতে স্কোর ৯২ রানে গিয়ে ঠেকে। কিন্তু জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। হার নিয়েই মাঠ ছাড়তে হলো মাশরাফীদের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM