পরিবহন নেতা আবুল কাশেমের শোকসভা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম পিকআপ সিএনজি পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের উদ্যেগে শ্রমিক নেতা আবুল কাশেম সরকারের শোকসভা গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার নিউ শহিদ লেইনে সংগঠনের স্থায়ী অফিসে আয়োজিত শোক সভা ও নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রো পরিবহন মালিক গ্রুপ প্রধান উপদেষ্ঠা ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী।

চট্টগ্রাম পিকআপ সিএনজি পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের সভাপতি অলিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলার অনার্স এসোসিযেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ছিদ্দিক, চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম অটো-রিক্সা, অটো টেম্পো, ফোর স্ট্রোক ও সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তানভীর আহমেদ ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আখতার উদ্দিন রানা প্রমূখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অত্যন্ত সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত আবুল কাশেম সরকার সংগঠনের নীতি আদর্শের প্রতি আমৃত্যু ছিলেন অবিচল। গাড়ি শ্রমিকসহ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ছিল সব সময় আপোসহীন।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM