মিরসরাইয়ে আগুনে তিন বসতঘর পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

0

মিরসরাইয়ে আগুনে তিন বসতঘর পুড়ে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ভোর ৬টায় উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের স্বপন ডাক্তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে একে একে ৩পরিবারের তিনটি বসতঘর পুড়ে যায়।

মিরসরাই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটওয়ারী জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

তবে নিয়ন্ত্রণের আগেই তিনটি বসতঘর পুড়ে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন ৪নং ধুম ইউনিয়নের গ্রাম পুলিশ সদ্য বিনা রানী দেবী, একই বাড়ির বাসিন্দা কমল চন্দ্র নাথ ও শেমল চন্দ্র নাথ।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত দরীদ্র। আগুনে তাদের সহায় সম্বল সব পুড়ে গেছে। একবেলা ভাত রান্নার ব্যবস্থাও নেই। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে উপস্থিত সংকট নিরসনে পরিবার গুলোকে সামান্য আর্থিক সহায়তা করেছি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM