পটিয়ায় রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

0

চট্টগ্রামের পটিয়ায় আলী আহমদ (৫৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল এগারোটার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলী আহমদ (৫৫) উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করল এলাকার দলিল মাস্টারের বাড়ির মনির আহমদের ছেলে।

পুলিশ জানায়, সকালে ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশে স্হানীয়রা গলাকাটা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

পটিয়া থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের মাধ্যমে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM