শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করলো ফিফা

ফেডারেশনের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

- Advertisement -

এক নোটিশের মাধ্যমে শ্রীলঙ্কাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা।

- Advertisement -google news follower

জাতীয় ক্রীড়া ফেডারেশনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার প্রতি শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে হস্তক্ষেপ করে আসছিল। এর মধ্যে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনও রয়েছে।

এ মাসেই ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচন ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্ধারিত মান অনুযায়ী অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমে বেশ কয়েকজন মন্ত্রী ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।

- Advertisement -islamibank

এক চিঠিতে রোববার ফিফা জানায় পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার কারণে যেকোনো ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেও শ্রীলঙ্কা নিষিদ্ধ থাকবে।

বর্তমানে শ্রীলঙ্কার পুরুষ দল বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০৭তম ও নারী দল ১৫৫তম অবস্থানে রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM