চট্টগ্রামে সাগর-নদীতে অভিযান: নৌকা ও অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে এবং বঙ্গোপসাগরে বিশেষ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি নৌকা, ৫ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বিহিন্দি জাল ও ১৫টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

- Advertisement -

তাছাড়া মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করার তথ্য দিয়েছেন জেলা প্রশাসন।

- Advertisement -google news follower

আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নের্তৃত্বে বঙ্গোপসাগর এবং আকমল আলী ঘাট, উত্তর ও দক্ষিণ কাট্টলী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যদের সহায়তায় বঙ্গোপসাগর ও কর্ণফূলী নদীর বিভিন্ন ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

- Advertisement -islamibank

এসময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা এবং বেশ কিছু অবৈধ জাল ও মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM