মুরাদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাত দোকান

0

চট্টগ্রাম নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।

রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাতটি দোকান পুড়ে যায়। উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকার মালামাল।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM