চমেকে নতুন ১০টি ডায়ালাইসিস মেশিন চালু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ওয়ার্ডে নতুন ১০টি ডায়ালাইসিস মেশিনে সেবা চালু হয়েছে।

- Advertisement -

রোববার (২২ জানুয়ারি) থেকে এসব মেশিনে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

- Advertisement -google news follower

চমেক হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমা বলেন, মোট ১৭টি মেশিনে রোগীদের ডায়ালাইসিস সেবা চলছে। আগে ৪টি মেশিনে নিয়মিত ডায়ালাইসিস করা হতো। বর্তমানে ৯টি মেশিন বসানো হয়েছে কিডনি ওয়ার্ডে। কোভিড ওয়ার্ডে আগে তিনটি ডায়ালাইসিস মেশিন ছিল। সেখানে আরও একটি মেশিন বসানো হয়েছে।

তিনি আরো বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় নতুন মেশিন চালু হওয়ায় কিডনি রোগীদের সেবা পরিধি বেড়েছে। ৬ মাসের ডায়ালাইসিস বাবদ সরকারিভাবে ২০ হাজার টাকা ফি নির্ধারণ করা আছে। সে হিসেবে প্রতি সেশনে ৪১৭ টাকায় একজন রোগীর ডায়ালাইসিস করা যাবে।

- Advertisement -islamibank

সম্প্রতি বেসরকারি ডায়ালাইসিস প্রতিষ্ঠান স্যানডর ভর্তুকি কমিয়ে দেওয়ায় রোগী ও স্বজনদের আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চমেক হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন দেয়। চালু হওয়া ১৭টি মেশিনের সাহায্যে প্রতিদিন তিন সেশনে ৫১ জনকে ডায়ালাইসিস সেবা প্রদান করা যাবে।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM