গর্বিত চবিয়ান মিলনমেলা

মানব জীবনের শ্রেষ্ঠ সময় হল ছাত্রজীবন। ছাত্রজীবনে একজন মানুষের মেধা মননের পূর্ণ বিকাশ সাধিত হয়। ছাত্রজীবনে অর্জিত জ্ঞান পরবর্তী জীবনের পথ চলার পাথেয়। এক কথায়, ছাত্রজীবন মানুষের সারা জীবনের আতুর ঘর। দীর্ঘ ছাত্রজীবনের রঙিন স্মৃতির মনি- কোটায় জীবন বিরাজ থাকে। চাইলেও মানুষ তার ছাত্রজীবনের স্মৃতিকে মুছে ফেলতে পারে না। জীবনের নানা চড়াই উৎরায়ে সে সব স্মৃতি জীবনের জানালায় উকি মারে। সে স্মৃতি কখনও তাকে আবেগ আপ্লুত করে, কখনো কখনো নাড়া দেয়। কোনো ভাবেই শিক্ষা জীবনের দিনগুলোকে এড়িয়ে চলতে পারে না। শিক্ষা জীবনের সংস্কৃতি, সে সময়ের ইতিহাস চর্চার লক্ষ্যে অ্যালামনাই সংগঠন- এর প্রয়োজন রয়েছে।

- Advertisement -

গত ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর স্টেশন রোড়স্থ হোটেল সৈকত অডিটোরিয়াম চবিয়ান মিলনমেলা, ২০২৩ ও অ্যালামুনি সেমিনারে বক্তব্যে অতিথিরা একথা বলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ অ্যালামনাই এর ভারপ্রাপ্ত সভাপতি শ ম নজরুল ইসলামের সভাপতিত্বে ১ম ব্যাচ থেকে ৪৯তম ব্যাচ এর এলামনাই-এর উপস্থিতিতে, চবিয়ান মিলনমেলা সাধারণ সম্পাদক মাহফুজুল হকের পরিচালনায় মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় এর প্রথম ব্যাচের ছাত্র অলক দাশগুপ্ত। সংগঠনের মিলনমেলা ও সেমিনারে প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী।

আলোচক ছিলেন বিচারপতি মাহমুদুল হক, সাবেক এমপি সিরাজুল ইসলাম, ড. এম এ গফুর, অধ্যাপক মনসুরউদ্দিন আহমদ, ড. ছিদ্দিক আহমদ, ড. সাইউদ্দিন আহমদ, আশোক সাহা, ড. মোঃ আলী, রেহেনা জিলানী, ফরিদ আহমদ, তমিজউদ্দিন খান সিদ্দিকী, মুজতবা কামাল, অধ্যাপক শহিদুল্লাহ বাবুল, এড. মুজিবুল হক, দিলীপ কান্তি দাশ, প্রথম ব্যাচের ছাত্র মনির আহমদ, দিলীপ কুমার বড়ুয়া, নাসিরুদ্দিন বাবুল, ড. মুহম্মদ মহিউদ্দিন আহমেদ, নুরুল এরশাদ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ এনামুল হায়দার, কানাডা প্রবাসী মোহাম্মদ বক্তব্য রাখেন। দিলরুবা খানমের সঞ্চালনে অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM